প্রায় ৫ বছর পর ‘পন্নিয়িন সেলভান’ দিয়ে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মণিরত্নম পরিচালিত এই তামিল ছবির কেন্দ্রীয় চরিত্র নন্দিনী ও তাঁর মা মন্দাকিনী দেবী এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।
আজ বুধবার (৬ জুলাই) লাইকা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় ঐশ্বরিয়ার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রতিহিংসার সুন্দর মুখ! পরিচিত হোন পাজুভোরের রানি নন্দিনীর সঙ্গে।’ সেই সঙ্গে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ফের মনে করিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিরিয়ডিক ড্রামা ‘পন্নিয়িন সেলভান’।
মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার চতুর্থ ছবি এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’ ও ২০১০ সালে ‘রাবণ’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।