বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এ অভিনেত্রীকে। কিন্তু শিডিউল জটিলতায় যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা। এবার শোনা যাচ্ছে, কারিনার জায়গায় সিনেমাটিতে দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী নয়নতারাকে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে গল্প নিয়ে নয়নতারার সঙ্গে আলাপ সেরেছেন পরিচালক গীতু মোহনদাস। আর সেখান থেকেই সাড়া মিলেছে অভিনেত্রীর। চিত্রনাট্য পড়ে ভীষণ উৎসাহিত তিনি।
সিনেমায় যশের বোনের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কারিনা সিনেমা ছাড়ার পর চরিত্রটির জন্য তারকা মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজকেরা।
শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা ছিল কারিনার। সে কারণেই যশের ছবি ছেড়েছেন তিনি। বড় বাজেটে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমাটি। তাই শুটিংয়ের জন্য বেশ খানিকটা সময় দিতে হতো কারিনাকে। কিন্তু তা দেওয়া সম্ভব নয়। সে কারণেই নাকি ছবি ছেড়েছেন তিনি।