হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বক্স অফিস মাতালেন ঐশ্বরিয়া, প্রথম দিনেই আয় ৩৮ কোটি

বিনোদন ডেস্ক

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২ ’। প্রথম দিনেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটির প্রথম দিনের আয় ৩৮ কোটি রুপিরও বেশি।

প্রতিবেদন অনুসারে, সিনেমাটি নিজ রাজ্য তামিলনাড়ুতে ২৫ কোটি রুপি কোটি সংগ্রহ করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়, সিনেমাটি সংগ্রহ করেছে ৪ কোটি রুপির কাছাকাছি। এ ছাড়া কর্ণাটকে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি রুপি।

বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পন্নিয়িন সেলভান ১ ’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল ছবিটি। যার মধ্যে শুধু ভারতেই এর আয় ছিল ৩২৭ কোটি রুপি। ‘পন্নিয়িন সেলভান ১ ’-এর রেকর্ড ভেঙে ফেলতে পারে ‘পন্নিয়িন সেলভান ২ ’, এমনটাই ধারণা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।

‘পন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে।

পরিচালক মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার পঞ্চম সিনেমা এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’, ২০১০ সালে ‘রাবণ’ ও ২০২০ সালে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন