দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক নারীর। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ঘটনায় অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় তাঁর গাড়ি।
সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। নাগাভূষণের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সী পুরুষ।
পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্তের জন্য গাড়িটি জব্দ করা হয়েছে।
নাগাভূষণকে সর্বশেষ ‘কৌশল্যা সুপ্রজা রামা’ সিনেমায় দেখা গেছে।