Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

আইনি জটিলতায় ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল

বিনোদন ডেস্ক

আইনি জটিলতায় ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল

আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল। কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে একটি মালয়ালাম সিনেমার শুটিং করছিলেন অভিনেতা। আর এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। পরে তারা অভিযোগ জানান কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে।

এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, কেরালা রাজ্যের অঙ্গামালি তালুক হাসপাতালে দুই দিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত। শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।

কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ফাহাদ ফাসিল। ছবি: ইনস্টাগ্রামএক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন। যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত