Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বিজয়ের প্রথম রাজনৈতিক সমাবেশে জনতার ঢল

বিনোদন ডেস্ক

বিজয়ের প্রথম রাজনৈতিক সমাবেশে জনতার ঢল

রাজনীতির ময়দানে সরব হলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। এ বছরের শুরুতে আত্মপ্রকাশ করে তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’। এ দল নিয়ে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বেন বিজয়।

গত রোববার প্রথমবারের মতো রাজনৈতিক সমাবেশের আয়োজন করে বিজয়ের দল। তামিলনাড়ুর বিক্রভান্দিতে আয়োজিত এ সমাবেশে দুই লাখ দর্শকের উপস্থিতি আশা করা হয়েছিল। তবে বিকেলের আগেই ভরে ওঠে সমাবেশ স্থল। অনেকে আগের রাত থেকেই অবস্থান নিয়েছিলেন সেখানে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রথম সমাবেশেই ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। ৫-৬ লাখ দর্শক এসেছিলেন বিজয়কে শুভকামনা জানাতে।

আগেই জানা গিয়েছিল, রাজনীতির জন্য অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানাবেন বিজয়। চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন তিনি, অনেক তারকা যেমনটা করেন। তবে রাজনীতিতে পুরোটা সময় দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন বিজয়। তাই এখন থেকে তিনি শুধুই জনগণের পাশে থাকতে চান।

2প্রথম দলীয় সমাবেশে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়। বলেছেন, ‘ক্যারিয়ারের সুবর্ণ সময়ে এসে আমি অভিনয়কে বিদায় জানিয়েছি। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রলোভন ছুড়ে ফেলে দিয়েছি। আপনাদের ওপর আস্থা রেখে আজ এখানে এসে দাঁড়িয়েছি।’

ক্যারিয়ারের শুরুতে যে সব সমালোচনা সইতে হয়েছে তাঁকে, সেটা নিয়েও এদিন কথা বলছেন বিজয়। তিনি বলেন, ‘অভিনয়ের শুরুর দিকে অনেকেই আমাকে বলেছিল, আমার চেহারা সুন্দর নয়, আমার ব্যক্তিত্বও আকর্ষণীয় নয়, এমনকি আমার স্টাইল, চুল, হাঁটাচলাও ভালো না। এভাবে আমাকে বারবার তাঁরা লজ্জা দিয়েছে।’

3তবে কোনো সমালোচনা দমাতে পারেনি তাঁকে। কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বিজয়। হয়ে উঠেছেন তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা।

সেই বিজয়ই ৫০ বছর বয়সে এসে নতুন ক্যারিয়ার শুরু করলেন। অভিনয়কে বিদায় জানিয়ে পা রাখলেন রাজনীতিতে। অবশ্য জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা বিজয় শুরু করেছেন আগেই। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনামূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি স্থাপন, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত