বিনোদন ডেস্ক
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বালাকে আইসিইউতে নেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভারতের কোচির এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লিভারে জটিলতার কারণে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালার অবস্থা স্থিতিশীল ছিল এবং তাঁকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অভিনেতার লিভার প্রতিস্থাপন করা হতে পারে।
মালায়লাম এবং তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম বালা। বালাকে সর্বশেষ মালায়লাম সিনেমা ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন অনু পান্ডালম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। তুলেছে। অভিনেতার বালার হাতে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন ছবি রয়েছে।