বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের পর্দা শেয়ারের অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। সাউথ ইন্ডিয়ান পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লুকে। কিন্তু সে প্রস্তাবে রাজি হননি অভিনেতা। ব্যস্ততার কারণে সে প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।
ভারতীয় সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, ‘আল্লু অর্জুনের কাঁধে এখন অনেক কাজের বোঝা। তাঁর ব্যস্ততম শিডিউলের কারণেই তিনি ইচ্ছা থাকলেও শাহরুখের ছবির জন্য হ্যাঁ বলতে পারেননি। বর্তমানে তিনি ‘পুষ্পা ২’ সিনেমার কাজে ভীষণ ব্যস্ত। এখন তাঁর ধ্যান জ্ঞান বলতে এই ছবিটিই।’
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাঁকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।