হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তি

বিনোদন ডেস্ক

বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’ এর মুক্তির তারিখ পেছাচ্ছে। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা থাকলেও ভারতীয় সংবাদমাধ্যমে খবর, পিছিয়ে যাচ্ছে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটির মুক্তি। সেটাও আবার অনির্দিষ্ট কালের জন্য।

ট্র্যাক টলিউড প্রতিবেদন অনুসারে খবর, কিছু পোস্ট-প্রোডাকশন কাজ এখনও বাকি থাকায় এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন সিনেমাটির প্রধান এডিটর কার্তিকা শ্রীনিবাস। শেষ মুহূর্তে এডিটিং-এর কাজ সামলাচ্ছেন নবীন নুলি।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, সিনেমার বেশ কিছু দৃশ্যের পুনরায় শুটিং করছেন পরিচালক সুকুমার। ডিএফএক্সের গুণমানে ছাড় দিতে চাইছেন না তিনি।

শোনা যাচ্ছে, দীপাবলির সময় মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। যদিও এ বিষয়ে এখনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা আসেনি। এদিকে ‘পুষ্পা ২’ মুক্তি পিছিয়ে যাওয়ার খবরে তামিল, তেলুগু, হিন্দিসহ অন্যান্য সিনেমার প্রযোজকেরা ১৫ আগস্ট তাঁদের সিনেমা মুক্তির তোড়জোড় চালাচ্ছেন বলেই খবর।

এদিকে শুধু ‘পুষ্পা ২’ নয়, অজয় দেবগনের ‘সিংহাম অ্যাগেইন’ এর মুক্তিও ১৫ আগস্ট হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে গেছে। তবে ‘খেল খেল মে’, ‘বেদা’, ‘স্ত্রী-২’ মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন