বিনোদন ডেস্ক
বক্স অফিসে চলছে নানিঝড়। নানি ও কীর্তি সুরেশ অভিনীত তেলেগু সিনেমা ‘দাশারা’র নিয়ন্ত্রণে বক্স অফিস। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮৭ কোটি রুপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের খুব কাছেই রয়েছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে ‘দাশারা’। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১ হাজার ৩০০টি পর্দায় মুক্তি প্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। অ্যাকশনে ভরপুর সিনেমাটির গল্প দর্শকদের মন কেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ৮৭ কোটি রুপি আয়কৃত ‘দাশারা’ সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ৫৭ কোটি রুপি আয় করেছে! শুধু তা-ই নয়, মুক্তির আগে শুধু অগ্রিম বুকিং বাবদই ৫০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।