Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়
ফাইল ছবি

কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় লেডি সুপারস্টার খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধানুশ। নয়নতারার পক্ষে মামলাটি বাতিল চেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।

নয়নতারার ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নানাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে এই মামলা করেন ধানুশ। গত বছরের নভেম্বরে করা ওই মামলায় নয়নতারার সঙ্গে তাঁর স্বামী ভিগনেশ শিবান ও তাঁদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।

নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান মুম্বাইভিত্তিক লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়েও হাইকোর্টে আবেদন করেছিল ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস।

ধানুশের আইনজীবী এক বিবৃতিতে বলেন, ‘আমার ক্লায়েন্টের কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক, অন্যথায় আমার ক্লায়েন্ট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

ইনস্টাগ্রামে খোলা চিঠি দিয়ে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন নয়নতারা। চিঠিতে শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্য প্রযোজকদের তিনি ধন্যবাদ জানান। নয়নতারা বলেন, তাঁরা তাঁদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং ‘সহজেই অনুমতি’ দিয়েছেন।

বারবার ফেল করা সেই সুরিয়া এখন হাজারো শিক্ষার্থীর ভরসা

রাশমিকা মান্দানার প্রিয় চায়নিজ ও কোরিয়ান ড্রামা

রাজনৈতিক বিতর্কে বেড়েছে ‘এমপুরান’ সিনেমার দর্শক

বিজেপির নেতাদের আপত্তিতে ১৭টি দৃশ্য বাদ পড়ছে এই মালয়ালম সিনেমার

ভিন্ন ধর্মের হয়েও রোজা রেখে ইফতারে অংশ নিলেন থালাপতি বিজয়

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?