Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মনোবালা

বিনোদন ডেস্ক

মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মনোবালা

মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোবালা। ৬৯ বছর বয়সে আজ চেন্নাইয়ে মারা যান তিনি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।

তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তারকারা। সুপারস্টার রজনীকান্ত এক টুইটে লেখেন ‘জনপ্রিয় পরিচালক, অভিনেতা এবং আমার বন্ধু মনোবালার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক।’

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজ, ‘আমার ছাত্র মনোবালার মৃত্যু আমার এবং তামিল চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

প্রবীণ অভিনেতা এবং মনোবালার ঘনিষ্ঠ বন্ধু কমল হাসান তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার একজন ভালো বন্ধু পরিচালক, অভিনেতা এবং প্রযোজক মনোবালার মৃত্যুর সংবাদটি আমার জন্য অনেক কষ্টের। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।’

প্রবীণ কমেডিয়ান চার্লি বলেন, ‘মনোবালা খুবই সরল এবং ডাউন টু আর্থ ছিলেন। তিনি ভাইয়ের মতো স্নেহশীল ছিলেন।’ জনপ্রিয় অভিনেতা থামবি রামিয়া লিখেছেন, ‘মনোবালা একজন কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি ক্যারিয়ারে অনেককে সুযোগ দিয়েছিলেন।’

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজের একজন সহকারী পরিচালক হিসেবে মনোবালার কর্মজীবন শুরু হয়। মনোবালা প্রায় ৭০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ ছাড়া তিনি প্রায় ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত