হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

প্রভাস-দীপিকার ‘কল্কি’ কি হলিউড সিনেমা ‘ডিউন’-এর নকল

বিনোদন ডেস্ক

আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।

ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।

কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।

নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’

উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন