বিনোদন ডেস্ক
সময়টা যেন ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর। সম্প্রতি অস্কার জয় করে ভারতকে গর্বিত করেছে দক্ষিণের সিনেমাটি। এবার অস্কারের বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে বিনা মূল্যে নয়, অর্থের বিনিময়ে টিকিট কেটে অস্কারে অংশ নিতে হয়েছে তাঁদের। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
অস্কারের নিয়ম অনুযায়ী শুধু মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি ও তাদের সঙ্গে কেবল একজন পরিবারের সদস্য ফ্রি টিকিট পান। তাই এবারের অস্কারে চন্দ্রবোস ও কিরাভানির কোনো টিকিট লাগেনি অংশ নেওয়ার জন্য। আর তাঁদের সঙ্গে ছিল পরিবার। কিন্তু এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর জনপ্রতি ২০ লাখ রুপি খরচ করেছেন অস্কারের টিকিটের জন্য। যদিও জানা গেছে, সবার টিকিট কিনে দিয়েছেন রাজামৌলি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্কারের এবারের আসরের প্রতিটি টিকিটের দাম ২৫ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ২০.৬ লাখ রুপি।
গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। সিনেমায় গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।