দক্ষিণে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীনিধি শেঠি। ২০১৫ সালে মিস সাউথ ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ‘মিস কর্ণাটক’ ও ‘মিস বিউটিফুল স্মাইল’ এর খেতাব জেতেন। এরপর ২০১৬ সালে ‘মিস ডিভা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে ‘মিস ডিভা সুপ্রানেশনাল-২০১৬’ এর মুকুট জয় করেন। এরপর ২০১৮ সালের অন্যতম ব্যবসাসফল ছবি প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ–১’ এর মধ্য দিয়ে চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন।