দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আল্লু মানেই যেন ব্লকবাস্টার হিট। মুক্তির অপেক্ষায় তাঁর বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। তবে এর আগে অভিনেতা সামনে এনেছেন এক কষ্টের স্মৃতি। ক্যারিয়ারে প্রথম ছবি ব্যবসাসফল হলেও কাজের জন্য অভিনেতাকে ঘুরতে হয়েছে প্রযোজকদের কাছে, তবে দেখতে সুদর্শন না হওয়ায় কোনো সিনেমার অফার পাননি তিনি। সম্প্রতি ব্লকবাস্টার ‘আরিয়া’ সিনেমার ২০ বছর পূর্তির অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন আল্লু অর্জুন। যা পেয়েছিল ব্যবসায়িক সফলতা। আর সম্পর্কেও তিনি সুপারস্টার চিরঞ্জীবীর ভাগিনা। তবুও শুরুর দিকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে।
আল্লুর কথায়, ‘‘‘গঙ্গোত্রী’ হিট হয়েছিল। তবে তাতে আমার বিশেষ কোনো উপকার হয়নি। কেউ আমাকে পছন্দ করেননি। কারণ আমাকে দেখতে ভালো লাগেনি ছবিটায়। এত বড় হিট দেওয়ার পরেও আমি গুরুত্বপূর্ণ ছিলাম না। কোনো পরিচিতি তৈরি করতে পারিনি।’
অভিনেতা জানান এরপর তিনি নানা জায়গায় কাজের জন্য ঘুরেছেন। অবশ্য কেউ তাঁকে কাজ দিতে রাজি ছিলেন না। তিনি হায়দরাবাদের বিভিন্ন প্রযোজকের সঙ্গে দেখা করেছিলেন। কোনো লাভ হয়নি বলে জানান সুপারস্টার।