হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

নতুন বছরে নাগা চৈতন্যের ‘কাস্টডি’, টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক

নতুন বছরে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘কাস্টডি’র টিজার প্রকাশ পেয়েছে রোববার (১ জানুয়ারি)। পুলিশ অ্যাকশন ড্রামা, কাস্টডির ২৬ সেকেন্ডের টিজারের ঝলকে নাগা চৈতন্যকে অ্যাকশন সিক্যুয়েন্সসহ পুলিশের ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। 

এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি। আরও অভিনয় করেছেন— অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি। 

প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন। 

আগামী মে মাসের ১২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে কৃতি শেঠি বলেন, ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য খুবই উচ্ছ্বসিত কারণ আমরা এরই মধ্যে একসঙ্গে কাজ করেছি। আমি জানি তাঁর সঙ্গে কাজ করা কতটা আনন্দের। আমি এইটার জন্য মুখিয়ে আছি। মানুষও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি, দর্শকদের আরেকটি সুন্দর চলচ্চিত্র দেওয়া উচিত।’

নাগা চৈতন্যকে সর্বশেষ আমির খানের লাল সিং চাড্ডা চলচ্চিত্রে দেখা গেছে। এর মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক হলো।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন