হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

গাড়ি থেকে মালায়লাম অভিনেতার মরদেহ উদ্ধার 

মালায়লাম অভিনেতা বিনোদ থমাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কেরালার কোয়াট্টামের পাম্পাদি এলাকার কাছে একটি হোটেল চত্বরে পার্কিং করা একটি গাড়ি থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রথম খবর দেয় পুলিশকে। ওই গাড়িতে যে অভিনেতা রয়েছেন তা প্রথমে বুঝতেই পারেননি হোটেলের কর্মীরা। তারা দেখেন যে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে একজন ব্যক্তি রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দল। এরপর গাড়ি থেকে বিনোদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভিনেতার দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে। তারপরেই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে বলে আশা তদন্তকারীদের। তবে পুলিশের একাংশের ধারণা, গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণেই অভিনেতার মৃত্যু হয়ে থাকতে পারে।

মালায়লাম সিনেমাতে পরিচিত মুখ বিনোদ থমাস। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে অন্যতম ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ ও ‘জুন’।

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার