Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

‘দ্য কেরালা স্টোরি’র ওপর পশ্চিমবঙ্গের নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে স্থগিত

বিনোদন ডেস্ক

‘দ্য কেরালা স্টোরি’র ওপর পশ্চিমবঙ্গের নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে স্থগিত

বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার। এবার সে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিনেমাটি নিষিদ্ধের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে।

আদালত বলেছে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তিসম্মত নয়। তাই সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করা হল।

এ ছাড়া ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রযোজকদেরও নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আগামী শনিবার (২০ মে) বিকেল পাঁচটার মধ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে বিশেষ সতর্কীকরণ বার্তা দিতে হবে। তাতে বলতে হবে ৩২,০০০ মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর যে দাবি করা হয়েছে, সেটার স্বপক্ষে কোনও তথ্যপ্রমাণ নেই এবং বিভিন্ন ঘটনার ভিত্তিতে ‘দ্য কেরালা স্টোরি’ একটি কাল্পনিক সিনেমা।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে কিছুটা সময় বের করে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার অনুরোধ জানান। যে আবেদনটি মেনে নিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চের বিচারপতি পিএস নরসীমা বলেছেন, ‘পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এই সিনেমাটি দেখতে হবে।’

দ্য কেরালা স্টোরি সিনেমার একটি দৃশ্যবিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় গত ৮ মে পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রণ আইনের আওতায় পুরো রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’

ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।

এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। র আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।

গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত