হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

থালাপতি বিজয়ের বিপক্ষে অবস্থান নিতেই কি তাঁর মায়ের সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক

কয়েক দিন আগেই আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। প্রশাসনিক উদাসীনতা, দুর্নীতি আর ধর্মের বিভেদ বিজয়কে মর্মাহত হয়ে স্বার্থহীন, স্বচ্ছ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের উদ্দেশে রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ এর ঘোষণা দেন তিনি।

বিজয়ের রাজনীতিতে যোগদান নিয়ে বছর চারেক আগে ঘটেছিল বিশাল এক ঘটনা। ঘটনার সূত্রপাত হয়, যখন এই তারকার বাবা এস চন্দ্রশেখর বিজয়ের নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। তখন এই দক্ষিণী তারকা তাঁর মা–বাবাসহ ১১ জনের বিরুদ্ধে মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেন। এমনকি তাঁর রাজনীতিতে আসার খবরকেও গুজব বলেছিলেন অভিনেতা। 

বিজয় তখন জানিয়েছিলেন, এই দলের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। তিনি তাঁর ভক্তদের কাছে আবেদন করেছিলেন, শুধু তাঁর নাম দেখে ভক্তরা এই দলের সঙ্গে যেন যুক্ত না হন।

এদিকে আগামীকাল সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বিজয়ের মা ও প্লেব্যাক গায়িকা শোভা চন্দ্রশেখর। পিঙ্কভিলা জানিয়েছে, শোভা চন্দ্রশেখরের আগামীকালের সংবাদ সম্মেলনের কারণ অজানা থাকলেও অনুমান করা যাচ্ছে, পুত্র থালাপতি বিজয়ের রাজনীতি যোগদানের বিষয়ে কথা বলবেন তিনি। বিজয়ের মা কি পুত্রের রাজনীতিতে প্রবেশকে স্বাগত জানাবেন? নাকি পুত্রের বিপক্ষে অবস্থান নেবেন তা জানা যাবে আগামীকাল।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ নামের রাজনৈতিক দলের ঘোষণা দেন বিজয়। এখন থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছেন ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য।

জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা বিজয় শুরু করেছেন আগেই। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনা মূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ তিনি অনেক আগেই নিয়েছেন। বিজয় চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন, অনেক অভিনয়শিল্পী যেমনটা করেন।

তবে রাজনীতিতে পুরোটা সময় দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন বিজয়। তাই এখন থেকে তিনি শুধুই রাজনীতি নিয়ে থাকতে চান। তাঁর এ সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে দেখছেন ভক্তরা। অনেকে বলছেন, বিজয় যে পথ দেখালেন, তাতে তারকাদের রাজনীতিতে আসার ট্রেন্ডে কিছুটা হলেও পরিবর্তন দেখা যাবে।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন বিজয়। ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ সিনেমায় প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। শুধু দক্ষিণে নয়, ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে এই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি আর মাত্র দুটি সিনেমার পর। অভিনয় থেকে অবসর নিয়ে পুরোটা সময় রাজনীতি নিয়েই থাকবেন।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন