Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

সিনেমায় জনপ্রিয়, বক্সিং রিংয়েও চ্যাম্পিয়ন সাক্ষী আগারওয়াল

বিনোদন ডেস্ক

সিনেমায় জনপ্রিয়, বক্সিং রিংয়েও চ্যাম্পিয়ন সাক্ষী আগারওয়াল

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। ভক্তদের নজর কাড়েন তাঁর ফ্যাশনে। তবে অভিনয় ছাড়াও সাক্ষীর রয়েছে আরও অনেক প্রতিভা। অভিনেত্রী একজন কারাতে এবং কিক বক্সিং চ্যাম্পিয়ন। এর সঙ্গে লেখাপড়াতেও খুব মেধাবী সাক্ষী, বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সময় স্বর্ণ পদক অর্জন করেন তিনি।

সাক্ষী আগারওয়াল। ছবি: ইনস্টাগ্রামচেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্ট স্কুলে পড়ার পর আনা ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের জন্য পেশাদার কোর্স সম্পন্ন করেন।

সাক্ষী আগারওয়াল। ছবি: ইনস্টাগ্রামসাক্ষী আগরওয়াল উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা, অভিনয় জীবন শুরুর আগে তিনি মার্কেটিং কন্সোলেটর হিসেবে কর্মজীবন শুরু করেন।

সাক্ষী আগারওয়াল। ছবি: ইনস্টাগ্রামপরিকল্পনা করে মডেলিং-এ আসেননি সাক্ষী, ইঞ্জিনিয়ারিং পাশ করে বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে চাকরি করার সময় এক বন্ধুর চ্যারিটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎই দেখে খুব পছন্দ হওয়ায় সাক্ষীকে প্রথম মডেলিং-এর অফার দেন এক নামকরা ফ্যাশন ডিজাইনার।

সাক্ষী আগারওয়াল। ছবি: ইনস্টাগ্রামসাক্ষী এয়ার এশিয়া, হেব্রন বিল্ডার্স, কল্যাণ সিল্কস, এআরআরএস সিল্কস, সিএসসি কম্পিউটারস, মালাবার গোল্ড, শক্তি মাসালার মতো ব্র্যান্ডের জন্য ১০০ টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

টেলিভিশনের অনেক ধারাবাহিকেও অভিনয় করেছেন সাক্ষী। এর মধ্যে -সোপ্পান্না, বিগ বস তামিল ৩, আদুপঙ্গরাই উল্লেখযোগ্য।

সাক্ষী ‘রাজা রানি’, ‘যুগান’, ‘কালা’, ‘কা কা কা পো’, ‘অধ্যাণ’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত