জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের ৮ এপ্রিল ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ১৯৮৫ সালে ‘বিজেতা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় আল্লুর। তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন।
জন্মদিনে পুষ্পাকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁর ভক্তরা। পুষ্পাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোললেননি তাঁর শ্রীভল্লী। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি শেয়ার করে রাশমিসক মান্দানা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পুষ্পারাজ। সমগ্র বিশ্ব পুষ্পাকে আবার দেখার জন্য অপেক্ষা করছে। আশা রাখছি তারা তোমায় আগের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। অনেক ভালোবাসা তোমায়।’ এ ছাড়া জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
আল্লু অর্জুন ২০০৯ সালে ‘আর্য ২ ’, ভেদাম (২০১০), জুলায়ি (২০১২), রেস গুররাম (২০১৪), এস/ও সত্যমূর্তি (২০১৫), রুদ্রমাদেবী (২০১৫), সররাইনোডু (২০১ ৬), আলা বৈকুণ্ঠপুররামুলুর (২০২০) মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এখন পর্যন্ত তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনটি নন্দী পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন।