দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক রাঘব লরেন্স মানবিক কাজের জন্য আগে থেকেই প্রশংসিত। এবার ১৫০টি শিশুকে দত্তক নিয়ে আবারও মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। টুইটারে অভিনেতা নিজেই জানিয়েছেন শিশুদের দায়িত্ব নেওয়ার খবর।
টুইটারে দত্তক নেওয়া শিশুদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে রাঘব লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে একটি আনন্দের খবর ভাগ করতে চাই। আমি এই ১৫০ টি শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি রুধরান সিনেমার গান প্রকাশ উপলক্ষে। আপনাদের আশীর্বাদ চাই।’
অভিনেতার এই পোস্টের মন্তব্যের ঘর ভরে গেছে প্রশংসা ও শুভকামনায়। রাঘবের প্রশংসা করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আল্লু তাঁর প্রতিক্রিয়ায় রাঘবের এই মানবিক কাজের প্রতি সম্মান জানিয়েছেন।
রাঘব লরেন্সের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রুধরান’ মুক্তি পাবে ১৪ এপ্রিল। থ্রিলার ঘরানার এই ছবিতে রাঘবের বিপরীতে দেখা যাবে প্রিয়া ভবানী শংকরকে।