হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

দুস্থ শিশুদের জন্য আদিপুরুষের ১০ হাজার টিকিট বুক করলেন রণবীর

বিনোদন ডেস্ক

আগামী ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ও বিগ বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি নিয়ে হয়েছে বেশ আলোচনা–সমালোচনা। এবার সিনেমাটিতে অভিনয় না করেও আলোচনার কেন্দ্রতে বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ‘আদিপুরুষ’ সিনেমার অগ্রিম ১০ হাজার টিকিট বুক করেছেন তিনি।

রণবীরের টিকিটের বিষয়টি নিয়ে সিনেমা বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটে জানিয়েছেন, দুস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর কাপুর। এর জন্যই তিনি ১০ হাজার টিকিট বুক করেছেন।

এর আগে আদিপুরুষ এর প্রযোজক অভিষেক আগারওয়ালও অগ্রিম ১০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন যে, তেলিঙ্গানা জুড়ে ‘আদিপুরুষ’ এর দশ হাজার টিকিট বিনা মূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে এই টিকিট বিতরণ করার কথা জানিয়েছিলেন তিনি।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার সরকারি স্কুলের শিক্ষার্থীরা, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনা মূল্যে পাবেন আদিপুরুষের ১০ হাজার টিকিট। অভিষেক তাঁর টুইটে একটি গুগল লিংক শেয়ার করেছেন। সেই লিংকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ফ্রি টিকিট। বুধবার টুইটারে এমন উদ্যোগের ঘোষণা দেন অভিষেক আগরওয়াল।

পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রভাসের পাশাপাশি সিনেমায় ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগ। আদিপুরুষ সিনেমায় অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে।

চলচ্চিত্রটিতে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি পিছিয়ে গিয়েছিল। হিন্দি, তেলেগু, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন