বিনোদন ডেস্ক
খ্রিষ্টীয় ইংরেজি নববর্ষ বরণ করতে জাপানে গিয়েছিলেন তেলুগু তারকা জুনিয়র এনটিআর। ২০২৪ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) জাপানে ছিলেন তিনি। হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। পূর্ব এশিয়ার দ্বীপদেশ জাপানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হানে। আর সে সময় সেখানে ছিলেন জনপ্রিয় এই দক্ষিণি অভিনেতা। তাঁর চিন্তায় পরিবার ও অনুরাগীরা উদ্বিগ্ন ছিলেন। তবে জানা যায়, সুস্থ রয়েছেন অভিনেতা।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জুনিয়র এনটিআর নিজেই। সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন তিনি। জাপানিদের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইটারে (এক্স) অভিনেতা লিখেছেন, ‘জাপান থেকে আজ ভারতে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহ পুরোটা সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার হৃদয় সমব্যথী। খুব দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দেশটির মানুষের কাছে কৃতজ্ঞ। শক্ত থেকো, জাপান।’
উল্লেখ্য, বর্তমানে কোরাতালা শিবা পরিচালিত ‘দেবারা’ চলচ্চিত্রে কাজ করছেন জুনিয়র এনটিআর। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।