Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

গান চুরির অভিযোগে থানায় পরিচালক ঋষভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গান চুরির অভিযোগে থানায় পরিচালক ঋষভ

ভারতের কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা’ গত বছর বক্স অফিসে একটানা রাজত্ব করেছে। গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে অনেক প্রশংসা কুড়িয়েছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও মাইলফলক অর্জন করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। তবে এবার এ ছবির গানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।

দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুডম ব্রিজ-এর অভিযোগ অনুযায়ী, পরিচালক ঋষভ তাদের থেকে একটি গান চুরি করেছেন। ব্যান্ড দলটির অভিযোগ, ‘কানতারা’ সিনেমায় ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাদের স্বরচিত গান ‘নবরসম’-এর হুবহু মিল রয়েছে। তাদের এই অভিযোগের ভিত্তিতে কানতারার পরিচালক ও প্রযোজককে তলব করেছে কেরালা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উচ্চ আদালতের নির্দেশে তাঁরা তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। 

তবে সিনেমাটির সংগীত পরিচালক ব্রিজ ব্যান্ডের অভিযোগকে ভ্রান্ত বলেই জানিয়েছেন। 

গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘কানতারা’। প্রায় ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর। 

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত