বিনোদন ডেস্ক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার। ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। এবার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে গেল সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে গতকাল শনিবার সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক দল এনটিকে চেন্নাইয়ের স্কাইওয়াক শপিংমলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরই আজ রোববার থেকে সংঘাতের আশঙ্কায় রাজ্যের মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন।
এদিকে গত শুক্রবার কেরালায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই সিনেমার পক্ষে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ‘এই সিনেমাকে নিষিদ্ধ করার দাবি তুলে কংগ্রেস প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে।’
উল্লেখ্য, বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে সিনেমাটি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯ কোটি রুপিরও বেশি। প্রথম দিনের ৮.০৩ কোটি রুপির বক্স অফিস শুরুর পর, দ্বিতীয় দিনে ডাবল ডিজিটে পৌঁছে যায় সিনেমাটির আয়। গতকাল শনিবার সিনেমাটির আয় ছিল ১১.২২ কোটি রুপি।
গত শুক্রবার হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।