Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

শ্রীভল্লি হয়ে ফের ধরা দিলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

শ্রীভল্লি হয়ে ফের ধরা দিলেন রাশমিকা

গতকাল শুক্রবার ছিল জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন। নায়িকার বিশেষ দিনটিকে উদ্‌যাপন করার জন্য ‘পুষ্পা টু’-এর পক্ষ থেকে শ্রীভল্লি চরিত্রের লুক সামনে আনা হলো। শাড়ি-গয়নায় রাশমিকাকে দারুণ দেখতে লাগছে সেই লুকে। ছবিটি প্রকাশ্যে আসার পরেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগে রাশমিকা মান্দানা বলিউডে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেছেন। গত কয়েক বছরে একাধিক হিট ছবিতে কাজের সুবাদে ভারতের প্রথম সারির নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছে তাঁর নাম। বলিউড হোক বা দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি, তাবড় নায়ক-নায়িকারা জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাশমিকাকে।

এদিকে, তাঁর ও আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ আগামী ১৫ আগস্ট বক্স অফিসে ঝড় তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। আর আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। সেই দিন সিনেমাটির প্রথম ঝলক সামনে আনার ঘোষণা দেওয়া হয়েছে। তাই সব মিলিয়ে ‘পুষ্পা ২’ মুক্তির মাস কয়েক আগে থেকেই ভারতজুড়ে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ।

আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে আসছে ফার্স্ট লুক। ছবি: সংগৃহীতউল্লেখ্য, ২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা ২’। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত