বিনোদন ডেস্ক
দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি।
বিচ্ছেদের গুঞ্জন নিশ্চিত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গত মাসে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ব্যক্তিগত বহু মতপার্থক্য ছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও এ বিষয়ে হিন্দুস্তান টাইমস এর পক্ষ থেকে শ্রুতি হাসান সঙ্গে যোগাযোগ করা হলে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি অভিনেত্রী। এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।
শুধু তাই নয়, সম্প্রতি শ্রুতি সোশ্যাল মিডিয়া থেকে স্বল্প বিরতি নিয়েছিলেন তিনি। পরে ফিরে এসে এক পোস্টে শ্রুতি হাসান লেখেন, ‘এটা একটা পাগলামো ছিল। নিজের সম্পর্কে এবং মানুষ সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমরা যা হতে পারি বা হওয়া দরকার তার জন্য আমাদের কখনোই দুঃখ পাওয়া উচিত নয়।’
এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তাঁর শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।