ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণি সিনেমার অভিনেত্রী ওভিয়া। সম্প্রতি অনলাইনে ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ওভিয়ার বলে দাবি করা হচ্ছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাঁকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ওভিয়ার নামে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী।
তামিল ও মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ওভিয়া। তাঁর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে ওভিয়ার ম্যানেজার নিউজ ১৮-কে বলেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তাঁর চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যাঁরা করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’
তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম।