হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

আসছে ‘কেজিএফ থ্রি’, তবে ২০২৫-এর আগে নয়

বিনোদন ডেস্ক

দক্ষিণের পর্দা কাঁপানো চলচ্চিত্র কেজিএফের ভক্তরা অনেকদিনের অপেক্ষা ফুরোতে যাচ্ছে। এই চলচ্চিত্রের পরবর্তী পর্ব প্রকাশের সময়সীমা জানিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা হাম্বল ফিল্মস। তবে তাঁর জন্য ২০২৫ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এতোদিন চলচ্চিত্রটির তৃতীয় পর্ব ‘কেজিএফ থ্রি’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুধু সম্ভাবনার কথা জানায়েছিলেন অভিনেতা যশ। এবার জানা গেল, ২০২৫ সালেই শুটিং হবে। ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল এবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রভাস অভিনীত ‘সালার’ ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। তাই একসাথে দুটি প্রজেক্টের কাজ হাতে নিতে পারবেন না নির্মাতা। 

অভিনেতা যশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে মিলে তাঁরা এর মধ্যেই তৃতীয় পর্বের বেশ কিছু দৃশ্য নিয়ে আলোচনা করেছেন।’ 

অভিনেতা আরও জানান, তাঁদের অনেক কল্পনা তাঁরা ‘কেজিএফ টু’-তে ফুটিয়ে তুলতে পারেননি। সেগুলো পরের পর্বে ফুটিয়ে তুলে চলচ্চিত্রটি সুপারহিট করার থাকবে। 

গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যশ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ-টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। 

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। 

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

আল্লুকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আমার কোনো আক্ষেপ নেই—প্রাক্তনের বিয়ের পর কেন এমন মন্তব্য সামান্থার

মৃত্যু-মামলায় আলোচনার তুঙ্গে ‘পুষ্পা ২’, ভারতেই আয় হাজার কোটি ছাড়াল

আল্লু জেলে যাওয়ার পর ব্যবসা বেড়েছে ‘পুষ্পা’র

অভিনেত্রী কীর্তি সুরেশের বিয়ের অ্যালবাম

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

সেকশন