বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারত থেকে বলিউড—রাশমিকা মান্দানার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। ‘পুষ্পা’র সাফল্য তাঁকে সারা ভারতে জনপ্রিয়তা দিয়েছে। রণবীর কাপুরের সঙ্গে বলিউডে ‘অ্যানিমেল’ সেই জনপ্রিয়তার পারদ আরও বাড়িয়েছে।
এ বার সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’-এও নায়িকা রাশমিকা। হাতে আছে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাওয়া’, দুটি তেলেগু ছবি ‘রেনবো’ ও ‘কুবেরা’। তা ছাড়া মুক্তির অপেক্ষায় বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। ঠিক কী কারণে রাশমিকার এ জনপ্রিয়তা? এর রহস্য কী?
সোশ্যাল মিডিয়া দিয়েও আজকাল অনেক কিছু মাপা হয় শোবিজে। নতুন প্রজন্মের কাছে রাশমিকা বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে তিনি কিয়ারা আদভানি থেকে জাহ্নবী কাপুরের চেয়ে এগিয়ে।