Ajker Patrika
হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

বিনোদন ডেস্ক

বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’

বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’

তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।

নাচের জন্য সমালোচিত উর্বশী ‘ডাকু মহারাজ’ সিনেমার পোস্টার থেকেই বাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

রাজের প্রেমে সামান্থা

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

কপিরাইটের লড়াইয়ে নয়নতারার বিপক্ষে ধানুশের বড় জয়

‘পুষ্পা ২’ পরিচালকের বাড়িতে আয়কর বিভাগের অভিযান

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত