Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর
অভিনয় শিল্পী মাহফুজ আহমেদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত শনিবার চিঠি পাঠিয়েছে সিআইসি।

একই চিঠিতে তাঁর শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এনবিআরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়, তাঁদের একক বা যৌথ নামে অথবা তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর, এসটিডিসহ), সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সঞ্চয় এবং বিনিয়োগসংক্রান্ত হিসাব থাকলে ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণীসহ সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিআইসি। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

আরেকটি চিঠিতে বলা হয়েছে, জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরীফা কাদেরের নামে পরিচালিত যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানি ব্যতীত) হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে হিসাবগুলোর সর্বশেষ স্থিতিসহ একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর পড়ুন:

সন্তান নিখোঁজ হওয়ার গল্প ‘উধাও’

স্বাধীনতা দিবসে টিভি আয়োজন

ঈদে নাটকে ও নৃত্যানুষ্ঠানে শখ

নাটক নিয়ে বৈশাখী টিভির বিশেষ আয়োজন

রূপকথার গল্পে সোহেল আরমানের টেলিফিল্ম

প্রথমবার একসঙ্গে দ্বৈত গানে মনির খান ও রবি চৌধুরী

গান গাইলেন সিয়াম ও হিমি

ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন

‘ইত্যাদি’র নাচের মঞ্চে সাফা, সাদিয়া, মাহি ও পারসা

নাটকে নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুললেন তিশা