ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ক্রিকেটার জাভেদ ওমর। দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের একটি বিশেষ পর্বে দেখা যাবে তাঁকে। পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। সব বাধা ডিঙিয়ে স্বপ্নছোঁয়ার গল্প নিয়ে ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’।
আজকের পর্বে দেখা যাবে রুনাকে ফিরিয়ে দেয় সোহানা। কৌশলে বিদায় করে দেয় আলিয়াকেও। পুরো বাড়ি নিয়ন্ত্রণে নেয় সে। জন্ম দেয় আরেক সন্দেহের। সোহানার ভয়ে অফিসেও রুনাকে সমীহ করার ভান করে সাদিক। অন্যদিকে একাডেমিতে চান্স পাওয়ার পরীক্ষায় ক্রিকেটার জাভেদ ওমরের মুখোমুখি হয় মণিদের দল অলস্টার ক্লাব।
অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।
টিভিতে প্রচারের পরপরই ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’ নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউবে।