হোম > বিনোদন > টেলিভিশন

২০ বছর পর মুখোমুখি

বিনোদন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ ও হিল্লোল। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় দেখা যাবে হিল্লোলকে। আরো অভিনয় করেছেন হানিফ উদ্দিন খান, কাজল বাবু, টাপুর ও টুপুর।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, ২০ বছর পর মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরেছে আসিফ। কথা ছিল আর কখনো ফিরবে না। কিন্তু অসুস্থ মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে সে। এসেই যে পরিস্থিতির মুখোমুখি হলো তার জন্য একেবারেই তৈরি ছিল না আসিফ। নিলু তার সামনে দাঁড়িয়ে। এই নিলুকেই সে ভালোবাসতো, দূর থেকে এখনও সেই ভালোবাসা অটুট। চলার পথে নিলুকে দেখে বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হয় তার। এক সময়ের তীব্র ভালোবাসা আসিফকে আচ্ছন্ন করে ফেলে। সে তার ২০ বছর আগের জীবনে ফিরে যায়। কিন্তু ওপাশে যে মানুষটি, সেই নিলুরও কি একই অনুভূতি হচ্ছে? দীর্ঘসময় পর প্রিয় মানুষকে দেখলে বুকের ভেতরটা ভেঙেচুরে যায়। হু হু করে ওঠে। আসিফ-নিলু দুজনেই ভাবে- জীবনটা তাদের কেন এমন হলো?

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত