Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

চ্যানেল আইয়ে আজ থেকে সালাহউদ্দিন লাভলুর ‘আপন মানুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চ্যানেল আইয়ে আজ থেকে সালাহউদ্দিন লাভলুর ‘আপন মানুষ’
‘আপন মানুষ’ ধারাবাহিকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

চ্যানেল আইয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আপন মানুষ’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। মোট ৮৩ পর্বের ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহে পাঁচ দিন। প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। আপন মানুষ রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম, নিবেদন করেছে সিটি গ্রুপ।

নির্মাতা জানিয়েছেন, আপন মানুষ নিছক একটি প্রেমের গল্পের নাটক নয়, মায়া আর মুনাফার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। এ ধারাবাহিকে ফুটে উঠেছে বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প আর আপন মানুষকে খুঁজে পাওয়ার গল্প। ভরপুর কমেডি এবং জীবনের নানা টানাপোড়েনের কাহিনি দিয়ে সাজানো হয়েছে ধারাবাহিকটি।

সালাহউদ্দিন লাভলু বলেন, ‘জীবন-জীবিকার তগিদে মানুষ এখন ভীষণ রকম ব্যস্ত। এই ব্যস্ত জীবনে একটু বিনোদনের আশা নিয়েই টিভি দেখতে বসে মানুষ। তাই চেষ্টা করেছি নির্মল বিনোদনের মধ্য দিয়ে একটি সুন্দর গল্পের নাটক তৈরি করতে। আমার বিশ্বাস, দর্শকের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

আপন মানুষের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দী টুকটুকি, তাওহিদা তানহা, নওবা প্রমুখ। ধারাবাহিকের প্রতিটি পর্ব চ্যানেল আইয়ে প্রচারিত হওয়ার পর চ্যানেল আই ইউটিউবে আপলোড করা হবে।

রেকর্ড গড়লেন হিমি

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

অপূর্ব ও সাবিলার ‘ভুল সবই ভুল’

‘দেনা পাওনা’র পর্ব আরও বাড়বে

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা

পয়লা বৈশাখের টিভি আয়োজন

‘পাঁচফোড়ন’-এ বৈশাখী স্মৃতির ঝাঁপি খুলবেন বিজরী-দিনার

তানভীর তারেকের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’

রেকর্ড ভেঙে নিলয় বললেন অপূর্বর সঙ্গে তুলনা হয় না

বিয়ে করলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন