হোম > বিনোদন > টেলিভিশন

সাংবাদিক অপূর্ব

বিনোদন প্রতিবেদক

ঢাকা: গোঁফসহ অভিনেতা অপূর্বকে একেবারেই কম যায়। পাশাপাশি ঢিলেঢালা শার্ট আর প্যান্টে সাধারণত দেখা যায় না এই অভিনেতাকে। সঙ্গে গলায় ঝুলছে আইডি কার্ড। ফেসবুকে শেয়ার হওয়া একটি নাটকের পোস্টারে অপূর্বকে দেখে ধাক্কা লেগেছে দর্শকদের। তারা আরও অবাক হয়েছেন অপূর্বর হাতের মাইক্রোফোন দেখে। অপূর্বর এমন চেহারা আর পোশাক চমকে দিয়েছে দর্শকদের।

অভিনেতা অপূর্বর এমন চেহারা আর পোশাক চমকে দিয়েছে দর্শকদের। অপূর্ব একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। তিনি মফস্বলের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। সাংবাদিকতা যার নেশা। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। নাটকের নাম ‘ব্রেকিং নিউজ’। পরিচালক রুবেল হাসান। এর চিত্রনাট্য করেছেন রাজিব আহমেদ। নাটকে আছে হাস্যরস; মজার অনেক ঘটনা।

পরিচালক বলেন, ‘কমেডির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। মাঝে মাঝে কিছু বিষয় বলতে গেলে নাটকীয়তার প্রয়োজন হয়, সেটা আছে এখানে। সঙ্গে সংসার, জীবন-যাপনের কথাও উঠে এসেছে নাটকটিতে।

কষ্টে থাকে, ঠিকমতো টাকা পায় না, তারপরও তিনি এই পেশা ছাড়তে চান না। সেই দায়িত্ববোধও তুলে ধরা হয়েছে।’ এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। একই সঙ্গে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগলের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে নাটকটি।

 

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ