Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

যে কারণে স্কুলজীবনের কথা মনে পড়ল অপূর্বর

বিনোদন প্রতিবেদক, ঢাকা

যে কারণে স্কুলজীবনের কথা মনে পড়ল অপূর্বর

গত ২ সেপ্টেম্বর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বিয়ের পর লম্বা বিরতিতে গিয়েছিলেন এই অভিনেতা। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! নতুন জীবন গোছাতে এবং পরিবারকে সময় দিতেই এই বিরতি। বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরলেন অপূর্ব।

গতকাল বৃহস্পতিবার থেকে অপূর্ব অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

দুই মাসের শুটিং বিরতি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকের শুটিংয়ে প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হয়। চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না। নিজের একটু বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এ বিরতিটা দরকার ছিল। রিফ্রেশ মাইন্ডে নতুন করে কাজ শুরু করতে পারছি। তবে অনেক দিন পর কাজে ফেরার কারণে ভিন্ন এক অনুভূতি হচ্ছে। আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে খুব। মনে হচ্ছে যেন প্রথম দিন পরীক্ষা দিতে বসেছি। ভালো লাগছে আবারও সেই ঘর আর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে।’

অপূর্ববিয়ের পর অপূর্বর প্রথম শুটিং। পুরো ইউনিট তাঁকে বরণ করেছে ফুলেল শুভেচ্ছায়। ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অপূর্বকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।

গত আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা