হোম > বিনোদন > টেলিভিশন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা জানালেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শবনম ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্টের স্ক্রিনশট। সেই পোস্টে ছাত্র-জনতার আন্দোলনের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী। অভ্যুত্থান-পরবর্তী সময় নিয়েও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে শবনম ফারিয়া জানালেন, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া। আজ বুধবার সকালে ফারিয়া দাবি করেন, এমন কোনো পোস্ট তিনি দেননি।

ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে শবনম ফারিয়া ফেসবুকে লেখেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে! আমি এই পোস্ট দিয়েছি ভেবে যাঁরা খুশি, তাঁরা প্লিজ খুশি হইয়েন না।’

ফারিয়া আরও লেখেন, ‘আবার লিখসে (ভাইরাল হওয়া পোস্টে), ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, “আপা ডিলিট করেন, সমস্যা হবে।” অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

ফারিয়া তাঁর পোস্টে নিজের অবস্থান পরিস্কার করার পরেও মন্তব্যের ঘরে কেউ কেউ সমালোচনা করছেন। অনেকেই তবুও দাবি করছেন, ফারিয়া স্ট্যাটাস দিয়ে এখন অস্বীকার করছেন। এমন মন্তব্যে ফারিয়ার জবাব, ‘আমি লিখলে আমি বলব আমি লিখেছি। সত্য-মিথ্যা পরের কথা! আগে তো পোস্ট আমি লিখি নাই, সেইটা মেইন কথা।’

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত