অভিনেতা শামীম হাসান সরকার কথা বলতে ভালোবাসেন। এটি তাঁর আশপাশের সবাই জানেন। বাড়িতে বা বাড়ির বাইরে দিনের বেশির ভাগ সময়ই তিনি কথা বলেন। এ জন্য বন্ধু এবং সহকর্মীরা তাঁকে ‘মিস্টার টকেটিভ’ নাম দিয়েছেন। অনর্গল দ্রুতলয়ে পৃথিবীর যেকোনো বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত তিনি। এ জন্য যতটা না বন্ধু যোগ হয়েছে, তার চেয়ে বেশি সম্পর্ক বিয়োগ হয়েছে। এমনই এক মজার ও শিক্ষামূলক গল্প নিয়েই রুম্মান রশীদ খানের লেখা নাটক ‘মিস্টার টকেটিভ’ পরিচালনা করেছেন আলোক হাসান। অভিনেতা শামীম হাসান সরকারের বিপরীতে এতে অভিনয় করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
নাটকটি নিয়ে নির্মাতা আলোক হাসান বলেন, ‘নাটকের প্রায় সব অভিনয়শিল্পীই ভীষণ মজা করে এ নাটকে অভিনয় করেছেন। সবার পরিশ্রমে আমরা চেষ্টা করেছি ভালো একটি নির্মাণ উপহার দিতে।’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, ‘ঈদের দিন রাতেই নাটকটি প্রচার হবে বলে খুব এক্সাইটেড আমি। কারণ এটি স্পেশাল একটি কাজ। এ নাটকের মাধ্যমে বিনোদনের পাশাপাশি বেশ কিছু বার্তাও পাবেন দর্শক।’
শামীম হাসান সরকার-রুকাইয়া জাহান চমক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আনোয়ার হোসেন, রকি খান, মৌ শিখা। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।