সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া এই আয়োজনে বিচারকের আসনে বসবেন সংগীতশিল্পী ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এবার নিশ্চিত হলো অনুষ্ঠানের উপস্থাপক। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ এবং রুহানি লাবণ্য।
এ সম্পর্কে ইমতু রাতিশ বলেন, ‘আরটিভির এই আয়োজন নিয়ে এরই মধ্যে চারদিকে সাড়া পড়েছে। নতুন এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার দায়িত্বটুকু ঠিকমতো পালন করার চেষ্টা করব।’