হোম > বিনোদন > টেলিভিশন

মধ্যবয়সের প্রেম নিয়ে শাব্দিকের ‘ঊনষাট বসন্ত’

পঞ্চাশোর্ধ্ব দুজন মানুষের প্রণয়। এরপর বিয়ে করতে এক উকিলের চেম্বারে গিয়ে ঘটে কিছু বিপত্তি। এমন সম্পর্ক নিয়ে সামাজিক বিপত্তির গল্পই উঠে এসেছে ‘ঊনষাট বসন্ত’–এ।

বেঁচে থাকতে বিশ্বস্ত হাতের প্রয়োজন। প্রয়োজন হয় যত্নের। প্রেম না থাকলে মানুষের বেঁচে থাকা অর্থহীন। জীবনকে অর্থপূর্ণ করতে  ‘ঊনষাট বসন্ত’ গল্পের মধ্য দিয়ে সমাজকে অন্যরকম ভালোবাসার একটি বার্তা দিতে চেয়েছেন নির্মাতা।

গত ৪ নভেম্বর উত্তরা ও এর আশপাশের এলাকায় এই নাটকের শুটিং হয়। বুলবুল মাসউদের রচনা ও শাব্দিক শাহীন পরিচালনায় এতে অভিনয় করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ, ডলি জহুর ও সুজন হাবিবসহ আরও অনেকে।

নির্মাতা শাব্দিক শাহীন বলেন, ‘আমি সব সময়ই গতানুগতিক গল্পের বাইরে গল্প বলার চেষ্টা করি। ট্রেন্ড, ভিউ কিংবা হিটের পরিকল্পনা নিয়ে আমি গল্প বানাই না। এই গল্পের মাধ্যমে আমি সমাজে ভালোবাসার নতুন এক গল্প বলতে চেয়েছি। আশা করি, ঊনষাট বসন্ত গল্পটি সবার ভালো লাগবে।’ 

নির্মাতা শাব্দিক শাহীন এর আগে মায়ার জালে, মেঘলা দিনের কাব্য, হলুদ শহরের প্রেম, লতিফ দপ্তরিসহ আরও বেশ কিছু টেলিভিশন নাটক নির্মাণ করেছেন। দর্শকদের মধ্যেও বেশ কদর পেয়েছে সেগুলো।

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত