হোম > বিনোদন > টেলিভিশন

বাগদান হলো তিশার, ফেব্রুয়ারিতে বিয়ে

এক বছর আগে ২০২০ সালের ডিসেম্বরে, আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। এরপর প্রায়ই ফোনে, অনলাইনে টুকটাক কথা হতো তাঁদের। শুরুর দিকে ‘আপনি’ স্তরেই ছিল সম্পর্ক। একসময় সম্বোধন পাল্টায় ‘তুমি’-তে।

তাঁদের এক বছরের সম্পর্ক এবার বৈবাহিক রূপ নিচ্ছে। বিয়ে করতে চলেছেন তাঁরা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও সৈয়দ প্রিন্স আসকার বাগদান সারলেন গতকাল শনিবার।

অভিনেত্রীর বাসায়ই হয়েছে বাগদান। দুই পরিবারের সদস্যরা ছিলেন সেখানে। বাগদান পর্ব শেষ করে পরদিন ভোরেই তিশা ছুট দিলেন রাজবাড়ীতে। সেখানে দিনভর সকাল আহমেদের ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র কাজে ব্যস্ত তিনি।

শুটিংয়ের অবসরে তিশা নিশ্চিত করলেন তাঁদের বাগদানের বিষয়টি। বললেন, ‘দুজন যখন বুঝতে পারি আমরা নিজেদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস, তারপর পরিবারকে জানাই। তাদের মতামত নিয়েই বিয়ের সিদ্ধান্তের দিকে এগিয়েছি আমরা। আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে, তাই আসকারের পরিবার বিষয়টি কীভাবে নেয়, সেটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাদের মতামত আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আমার সবকিছু ইতিবাচকভাবে নিয়েছে।’

অভিনেত্রী জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি তাঁদের আকদ হবে। এরপর সময় বুঝে ঠিক করবেন বিবাহোত্তর সংবর্ধনার তারিখ।

তাসনুভা তিশা অনেক দিন ধরেই টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন। ওয়েব কনটেন্টেও নিয়মিত তিনি। আর সৈয়দ প্রিন্স আসকার কাজ করেন হাইভোল্টেজ নামে একটি এজেন্সিতে।

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত