ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একঝাঁক নাটক। প্রতিবারের মতো এবারও এ দিনটি উপলক্ষ করে বিনোদন মাধ্যমে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। নাটক নির্মাণে বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা। চলছে শুটিং।
এমনই এক নাটকের নাম ‘উড়ছি তোমার প্রেমে’। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল।
অপূর্ব বলেন, ‘বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’
উড়ছি তোমার প্রেমে নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।