হোম > বিনোদন > টেলিভিশন

‘তুমি আলাদিন, আমি জেসমিন’

বিনোদন প্রতিবেদক

ঢাকা: ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা সুন্দরী মাহবুবা ইসলাম রাখি। কয়েকবছর টিভি নাটকে নিয়মিত অভিনয়ের পর অস্ট্রেলিয়ায় চলে যান। পড়াশোনা শেষ করে সেখানেই স্থায়ী হয়েছেন। অনেক বছর পর গত মার্চে দেশে আসেন এই অভিনেত্রী। যোগ দেন নতুন সিনেমার শুটিংয়ে।

কাজ শেষে ফিরেও যান নিজের ঠিকানায়, অস্ট্রেলিয়ায়। তবে গত দুদিন আগে ফেসবুকে ছবি পোস্ট করে জানান দেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখান থেকেই বুধবার সকালে সুখবর দিলেন রাখি।

বিয়ে করছেন তিনি। দুবাইয়ে গিয়ে বাগদান সেরেছেন। আঙুলে পরা আংটির ছবি ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করে রাখি নিজেই খবরটি দিয়েছেন। জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গীর নাম সাজ্জাদ হোসাইন। সিঙ্গাপুরের নাগরিক তিনি। পেশায় ব্যবসায়ী।

 

২০১৯ সালে নিউইয়র্কের টাইম স্কয়ারে আমাদের প্রথম দেখা হয়। সেদিন ছিল আমার ২৭তম জন্মদিন। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকেই সিঙ্গাপুরে থাকে ও। দুবাইয়ে হট এয়ার বেলুনে আমাদের বাগদান হয়েছে।

মাহবুবা ইসলাম রাখি

 

রাখি-সাজ্জাদের বিয়ে হবে দুদিন পর দুবাইতেই, ২১ মে। ফেসবুক পোস্টে মরুভূমিতে দাঁড়িয়ে সাজ্জাদের সঙ্গে বেশকিছু ছবি দিয়েছেন রাখি। সঙ্গে জীবনসঙ্গীর উদ্দেশ্যে লিখেছেন আবেগঘন কয়েক লাইন। সেখানে তিনি সাজ্জাদকে রূপকথার চরিত্র আলাদিন, আর নিজেকে তুলনা করেছেন আলাদিনের নায়িকা জেসমিনের সঙ্গে।

১৯৯৩ সালের ২১ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন রাখি। ব্রিটিশ কাউন্সিলের অধীনে প্রাইভেট ইনস্টিটিউট থেকে এ-লেভেল শেষ করে তিনি অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে (ইসিইউ) ব্যাচেলর অব টেকনোলজি (ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেম) বিভাগে স্নাতক করেছেন। ২০১১ সালে বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় ‘বিস্ময়’ নাটক দিয়ে টিভিতে অভিনয় শুরু করেন রাখি।

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত