কারও বিদেশ যাত্রার বিষয়টি এখনো বেশ আলোড়ন ফেলে গ্রামাঞ্চলে। আর সেটি যদি হয় কোনো দম্পতির বেলায়, তবে তো কথাই নেই!
মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে এক এজেন্সির মাধ্যমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পায়। যদিও শ্রমিক হিসেবেই তারা কাজ করতে যাবে সেখানে। তবুও এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যায় এই দম্পতি। অল্পদিনেই তারা হয়ে ওঠে ওই অঞ্চলের আলোচনার প্রধান বিষয়।
সিএমভির প্রযোজনায় সম্প্রতি এ নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।
‘ঢাকা টু দুবাই’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।