Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

ক্যানসারে আক্রান্ত সহশিল্পীর চিকিৎসায় পুরস্কারের লাখ টাকা দিলেন রওনক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ক্যানসারে আক্রান্ত সহশিল্পীর চিকিৎসায় পুরস্কারের লাখ টাকা দিলেন রওনক

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেনের পাশে দাঁড়ালেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির ‘১১ নম্বর গাড়ি’ অনুষ্ঠানের কুইজ শো থেকে জেতা ১ লাখ টাকার চেক আফরোজা হোসেনের হাতে তুলে দিয়েছেন রওনক হাসান।

এ বিষয়ে রওনক হাসান বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ আফরোজা আপাকে প্রথম থেকেই সাপোর্ট করছে। আমি জানি, ক্যানসারের চিকিৎসার খরচ অনেক। তাই সবাই চিন্তা করছিলাম, কীভাবে আরও সহায়তা করা যায় তাঁকে। মাসখানেক আগে গ্রিন টিভির কুইজ শোর প্রস্তাবটা আসে। সেই কুইজে ১ লাখ টাকা জিতলাম। সেটাই আফরোজা আপার হাতে তুলে দিয়েছিলাম। অনুষ্ঠানটি গতকাল প্রচারিত হওয়ার পর সবাই জানতে পারে।’
 
গত বছরের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। সেই ক্যানসার ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মেরুদণ্ডের হাড়ে। সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন এই অভিনয়শিল্পী। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে রওনক হাসান বলেন, ‘আফরোজা আপা এখন ভারতে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাঁর কেমোথেরাপি চলছে। সবাই প্রার্থনা করবেন আপার জন্য।’

অভিনয়শিল্পী সংঘ সব সময় শিল্পীদের পাশে আছে। শিল্পীদের মাঝে এই বিশ্বাস সৃষ্টি করার জন্যই কাজ করে যাচ্ছে সংগঠনটি, এমনটাই জানান রওনক হাসান।

অভিনেত্রী আফরোজা হোসেন। ছবি: সংগৃহীততিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের মূল প্রতিপাদ্য হচ্ছে, আমরা সবাই মিলে একটি পরিবার। সেই জায়গা থেকেই যখন যেভাবেই হোক, প্রত্যেক শিল্পীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা সবাই মিলে একটা শক্তি। কয়েক দিন আগে সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছে, “আপনি একা নন”। আমরা বলতে চাই, শিল্পীরা একা নন। এই অনুভূতি সবার মাঝে তৈরি হলে শিল্পীরা আত্মবিশ্বাসী হবে। জীবনে চলার পথে কোনো সমস্যায় পড়লে নিরাপত্তাহীনতায় ভুগবে না। ভাববে, আমার পাশে অভিনয়শিল্পী সংঘ আছে। এমনটাই তৈরি করার চেষ্টা করছি।’

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা