Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

গওহর জানের ভূমিকায় অর্পিতা

বিনোদন ডেস্ক

গওহর জানের ভূমিকায় অর্পিতা

বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’

এই নাটকে অভিনয়ের জন্য নাচ-গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতাএই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।

নাটকটির নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’

নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা