বিয়ে করেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বরের নাম আরিফ হক। দুই পরিবারের সম্মতিতে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দু’জনের বিয়ে। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মৌ নিজেই। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাঁকে পছন্দ করতেন।
একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
মৌয়ের উপস্থাপনা ও ব্যক্তিত্ব দেখেই আরিফ প্রেমে পড়েন। কিন্তু ভালোবাসার বার্তাটি পৌঁছাতে পারছিলেন না মৌয়ের কাছে। মৌ জানিয়েছেন, আরিফ বুয়েটে পড়তেন, সেই সুবাদে খুলনার কুয়েটে পড়া মৌয়ের এক কাজিনের সঙ্গে পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই মৌ জানতে পারেন, আরিফ তাঁকে পছন্দ করেন।