Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

বিয়ে করলেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিয়ে করলেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ

বিয়ে করেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বরের নাম আরিফ হক। দুই পরিবারের সম্মতিতে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দু’জনের বিয়ে। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মৌ নিজেই। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাঁকে পছন্দ করতেন।

একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

মৌয়ের উপস্থাপনা ও ব্যক্তিত্ব দেখেই আরিফ প্রেমে পড়েন। কিন্তু ভালোবাসার বার্তাটি পৌঁছাতে পারছিলেন না মৌয়ের কাছে। মৌ জানিয়েছেন, আরিফ বুয়েটে পড়তেন, সেই সুবাদে খুলনার কুয়েটে পড়া মৌয়ের এক কাজিনের সঙ্গে পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই মৌ জানতে পারেন, আরিফ তাঁকে পছন্দ করেন।

স্বামী আরিফের সঙ্গে মৌগত বছর নিজেদের মধ্যে প্রথম কথা হয় মৌ ও আরিফের। আরিফ এক পর্যায়ে মৌয়ের পরিবারের সঙ্গে কথা বললে, ১০ দিনের সময় চেয়ে নেন মৌ। সাত দিন ভেবেচিন্তে বিয়েতে মত দেন।

স্বামী আরিফের সঙ্গে মৌমৌয়ের বর আরিফ হক বুয়েটে পড়াশোনা করেছেন। এখন তিনি শিখো টেকনোলজিসের হেড অব অ্যাডমিশনসের দায়িত্বে আছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি।

ঈদে বাড়ি ফেরার গল্প নিয়ে নাটকে পাঁচ অভিনেত্রী

পায়েল ও মারিয়াকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্পে জোভান

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

প্রাপ্তির আনন্দে কাঁদলেন রাজীব-মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন